ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিরাপত্তা পরিষদকে বুড়োদের ক্লাব বললেন জয়শঙ্কর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ১৮ ডিসেম্বর ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

এবার জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার বেঙ্গালুরুতে নিরাপত্তা পরিষদকে বুড়োদের ক্লাব বলে বর্ণনা করেন তিনি। 

এ সময় নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশকে একহাত নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতা কমে যাওয়ার ভয়ে নতুন কোন দেশকে স্থায়ী সদস্য পদ দিতে চায় না তারা। 

এছাড়া জাতিসংঘ দিন দিন আরও ব্যর্থ ও অকার্যকর হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। 

বৈশ্বিক নানা বিরোধ সমাধানে জাতিসংঘ কোন ভূমিকা রাখতে পারছে না বলে উল্লেখ্য করেন জয়শঙ্কর। এ অবস্থায় জাতিসংঘে সংস্কার আনার তাগিদ দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে চেষ্টা চালাচ্ছে ভারত। তবে এতে রাজি নন পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি