ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিরাপত্তার বলয়ে স্টেডিয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ১৯ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:৫০, ২৬ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়া ক্রিকেট দল দীর্ঘ এগারো বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল (শুক্রবার) রাতে ঢাকায় পৌঁছেছে। আর এ সিরিজকে সামনে রেখে এরই মধ্যে হোটেল, স্টেডিয়ামে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সবচেয়ে বেশি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে মিরপুরের ‘হোম অফ ক্রিকেটে।’ কয়েকদিন ধরেই নিরাপত্তা নিশ্চিতের জন্য স্টেডিয়ামের ভেতর ও বাহিরে রয়েছে বাড়ানো হয়েছে র‌্যাব ও পুলিশের টহল দল। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা শাখা সঙ্গে রয়েছে সোয়াট বাহিনীও।

এদিকে অল্প সময়ের ভেতর স্মিথ-ওয়ার্নাররা জিম ও অনুশীলন করতে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জিমনেশিয়ামে। তাদের আসার আগেই দুপুর সাড়ে ১১টার দিকে স্টেডিয়ামে চলে আসে পুলিশের বিশেষ টিম। মিরপুরের ১০ নাম্বার মোড়ে রাখা হয়েছে পুলিশের সাজোয়া যান ও জল কামান।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি