নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে হাঁটার উপযোগি পরিবেশ সৃষ্টির আহবান জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো
প্রকাশিত : ১৬:২০, ১০ মে ২০১৬ | আপডেট: ১৬:২০, ১০ মে ২০১৬
নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সবার নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে হাঁটার উপযোগি পরিবেশ সৃষ্টির আহবান জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।
এজন্য ফুটপাত তৈরি, রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবহারের বিষয়ে গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। রাজধানীর ধানমন্ডিতে এক মানববন্ধনে এমন দাবি করেন তারা। এছাড়া নারীদের নিরাপদে ও হেঁটে স্বাছন্দ্যে যাতায়াতের সুবিধার্থে সড়কে পর্যাপ্ত বাতির ব্যবস্থা থাকা প্রয়োজন বলেও জানানো হয়। এ সময় বিদ্যমান আইন ও নীতিমালার আলোকে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধের উপরও গুরত্ব দেয় পরিবেশবাদী সংগঠনগুলো।
আরও পড়ুন