ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিরাপদ নয় রাজধানীর ফুটপাথ, লুকিয়ে মৃত্যুদানব (ভিডিও)

সাইদুল ইসলাম

প্রকাশিত : ১১:৩৮, ১৮ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা নগরীর নির্মাণাধীন ভবন, অলিগলি, ফুটপাথ বা রাস্তায় যেন লুকিয়ে মৃত্যুদানব। হাঁটতে হাঁটতে মাথায় ইট বা নির্মাণসামগ্রী পড়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। পর্যাপ্ত সুরক্ষা না থাকায় ভবন থেকে পড়ে মারা যাচ্ছেন নির্মাণ শ্রমিকরাও। ভবন নির্মাণ বিধিমালায় সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ব্যবস্থাও নেয়া হয় না খুব একটা। 

মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার এমন মৃত্যুই বলে দেয় ঢাকা যেন মৃত্যুপুরী। নিরাপদ নয় ফুটপাথ, রাস্তা, অলিগলি কিছুই। পর্যাপ্ত সুরক্ষা না থাকায়ই ইট বা নির্মাণ সামগ্রী পড়ে মারা যাচ্ছেন পথচারীরা। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের পরিসংখ্যান বলছে, নির্মাণাধীন ভবন থেকে পড়ে গত এক দশকেই মারা গেছেন ১১শ’ ২ জন শ্রমিকও। 

সরেজমিনেও দেখা গেছে, বেশিরভাগ ভবন নির্মাণেই নেই পর্যাপ্ত নিরাপত্তা। টিকাটুলির এই ভবনের নির্মাণকাজ চললেও ফুটপাথে চলাচলরত মানুষকে রক্ষায় নেই কোনো ছাউনি। 

নির্মাণাধীন অন্য বহুতল ভবনটিতেও নেই নিরাপত্তা বেস্টনি। 

কোনো নিরাপত্তা ছাউনি ছাড়াই নির্মিত হচ্ছে আরামবাগ মেইন রোডের পাশের এ ভবনটিও। 

পথচারীরা জানান, দুর্ঘটনায় কেউ পড়লে পুরো ফ্যামিলিটিই অন্ধকারে চলে যাবে।

অলি-গলিতে নির্মাণাধীন সব ভবনের ক্ষেত্রেই নেই কোনো নিয়মের বালাই। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, আতঙ্কিত পথাচারীসহ সাধারণ মানুষ।

পথচারীরা জানান, আমাদের হাঁটাচলা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 

নির্মাণাধীন ভবন দেখভালের দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। কিন্তু সব ধরনের নিরাপত্তা ছাড়াই নির্মাণকাজ চলার বিষয়ে কোনো সদুত্তোর নেই তাদের কাছেও।

নগর পরিকল্পনাবিদ ও রাজউকের মুখপাত্র মো. আশরাফুল ইসলাম বলেন, “নিরাপত্তার ব্যবস্থা না নিয়ে যে করা হয়, এক্ষেত্রে শাস্তির বিধান বিদ্যমান নীতিমালায় নেই। কিন্তু নির্মাণ কাজে যিনি নিযুক্ত, প্রকৌশলী কিংবা মালিকপক্ষ সকলকে এই আইনের আওতায় আনার বিধান রয়েছে।”

তবে যুগপোযোগী আইন তৈরির পাশাপাশি কঠোর প্রয়োগও জরুরি বলেই মনে করছে রাজউক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি