নির্জলা বসন্ত ও ছায়ামুখ
প্রকাশিত : ১০:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২২

যে এসে নিয়ে যাবে গ্রহ তারকার পথে-
অজস্র তারকার আলো ছেড়ে,
আমারই গল্পে ধুসর রঙ ঢেলে ঢেকেছে ছায়ায়;
বেনামে একেকটা সম্পর্ক উঠেছে বেড়ে।
একে একে নিভে যায় একেকটা আলো,
আর- অন্ধকার নামে নির্জন চিলেকোঠায়।
পারাপারের খেয়াও হারিয়ে যায় সীমারেখার বাইরে-
তবু স্থির ছায়া নড়ে না উত্তরের বাতাসে, হায়!
নির্জলা বসন্ত আমার এমনই এক অসুখ-
পেছনে ফিরেও পিছু ছাড়েনা সে ছায়ামুখ।
আকাশ তো মামুলি এক কর্পূরের গন্ধ-
না ছুয়েও মিশে থাকে ছায়াজলে, অদৃশ্যে হারিয়ে,
সরল আবদার-তুমি বরং বটগাছ হয়ো ও জন্মে,
আকাশ তো ছোয়া' যায় না চাইলেই হাত বাড়িয়ে।
এখনো মায়া খেলে 'কানামাছি'- দুপুর রোদ্দুরে-
শুয়োপোকা উধাও হলে বাঁচে প্রজাপতি,
এক দেহের খোলস ছেড়ে আরেক দেহে ভর'
কত রঙের জীবন পায় এক জীবনের গতি।
নির্জলা বসন্ত আমার এমনই এক অসুখ-
পেছনে ফিরেও পিছু ছাড়েনা সে ছায়ামুখ।
এসএ/