ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন অংশগ্রহণমূলক হবে: ইইউ প্রতিনিধি দলকে তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বৃহস্পতিবার ঢাকায় ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তোফায়েল আহমেদ বলেন, আমরা বলেছি বাংলাদেশে আগামী নির্বাচনে সব দল অংশ নেবে। অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার ফের ক্ষমতায় আসবে।

বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন ইইউ’র সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক। সেটি কমিয়ে আনার বিষয়ে কথা হয়েছে। আমরা তাঁদেরকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছি। নতুন করে যে একশ’ ইপিজেড করা হচ্ছে সেখানে আরো বেশি বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি