ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশনকে প্রয়োজনে কঠোর হতে প্রধানমন্ত্রীর পরামর্শ

প্রকাশিত : ১৮:০৯, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:০৯, ২১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রয়োজনে কঠোর হতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল কমিশনে গিয়ে প্রধানমন্ত্রীর এই মনোভাবের কথা জানায়। আর তৃণমূল নেতারা যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ও সহিংসতা দেখতে চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন বার্তা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বেলা ১১টায় বৈঠক করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের হানিফ বলেন, বিশৃঙ্খলা ও সহিংসতা বন্ধে কমিশনকে আরো কঠোর ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তারা। পরে এ’ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের বাড়াবাড়ি বন্ধে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন। তৃৃতীয় ধাপের নির্বাচনে সহিংসতা বন্ধে কমিশন সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি