ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশনকে সংবিধান অনুযায়ী নির্বাচন দেওয়ার অনুরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৫, ৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশনকে কারো আবদার না শুনে সংবিধান অনুযায়ী নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ অনুরোধ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসেবে আবগারী শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
রোববার রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের কোনো আবদার নেই। তাই নির্বাচন কমিশনকে কারো আবদার মানার দরকার নেই বলেও মনে করেন ওবায়দুল কাদের।
নির্বাচনের পরিবেশ সৃষ্টির নাম করে বিএনপি মামলা প্রত্যাহারের অজুহাত তুলছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ১৪ দলের নেতারা। বাজেটের কয়েকটি বিষয়ে জনআকাক্ষা পূরণ হয়নি উল্লেখ করে সেগুলো সংশোধনের আহ্বান জানান ১৪ দলের মুখপাত্র।
নির্বাচন নিয়ে দেশি-বিদেশি চেনামহলের চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করা হয় বৈঠক থেকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি