ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ইতিবাচক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ১২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪৪, ১২ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়ে পুনঃতফসিলের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ।

এক প্রতিক্রিয়ায় আজ দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিবাচক।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসতো। কারণ তারা ইতোমধ্যে নির্বাচনে এসে গেছে। এরপরও ইসির নতুন তারিখ ঘোষণাকে আমি স্বাগত জানাই।
উল্লেখ্য, আজ সকালে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বরের (রবিবার) পরিবর্তে ৩০ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি