‘নির্বাচন গ্রহণযোগ্য না হলে দেশের অর্জন ম্লান হবে’
প্রকাশিত : ১৪:৫৬, ৫ ডিসেম্বর ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হয় তবে দেশের ভালো অর্জনকে ম্লান করতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে মার্কিন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) প্রতিনিধিদলের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,‘আগামী নির্বাচন যদি ঠিক না হয় এবং এটা যদি এক্সেপ্টেবল না হয় দেশে-বিদেশে। দৃশ্যমান যদি ফ্রি ফেয়ার না দেখা যায়- যেটা এখন কিছু আলামত দেখা যাচ্ছে বিশেষ করে লংফোর্সিং এজেন্সির তৎপরতা এগুলো দে আর অবজারভিং। এটা হয়তো বাংলাদেশের যে অর্জন আছে। ভালো ভালো অর্জন আছে সেগুলো ম্লান করতে পারে।
টিআর/
আরও পড়ুন