ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

‘নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৪৬, ১৮ জানুয়ারি ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র দেওয়া প্রতিবেদনকে মনগড়া, কল্পকাহিনী, একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আজ শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিতসভায় তিনি এ কথা জানান ।

টিআইবিসহ কয়েকটি সংগঠনের বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ এনে প্রকাশিত প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত,একপেশে এবং মনগড়া কল্পকাহীনি বলে অভিহিত করেন তথ্যমন্ত্রী ।

টিআইবি বিএনপি-জামায়াতের পক্ষে কাজ করছেও বলেও অভিযোগ করা হয় সাংবাদিক সম্মেলনে। টিআইবির বিরুদ্ধে ব্যবস্থা নেয় হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী বলেন, টিআইবি’র গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি এখন আর নেই। জনগণ চাইলে যেকোনো কিছু হতে পারে।

এসময় ঐক্যফ্রন্ট আলোচনায় টিকে থাকতে সংলাপের নাটক করছে বলেও মন্তব্য করে তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিশাল পরাজয়ের পর নিজেদের মুখ রক্ষা এবং রাজনৈতিক আলোচনায় টিকে থাকতেই ঐক্যফ্রন্ট জাতীয় সংলাপের নাটক করছে।

 

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি