ঢাকা, রবিবার   ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রশ্নবিদ্ধ: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ২৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় নির্বাচনের সময় ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কীভাবে? সেই প্রশ্নও তুলেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর উত্তরখানে এক অনুষ্ঠানে দরিদ্র ও দুস্থদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, "স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র, কিন্তু আওয়ামী লীগ বারবার তা হরণ করেছে। তারা মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতা আঁকড়ে রেখেছে।"

সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি আরও বলেন, "শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন কায়েম করে জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছেন। ব্যাংক-বিমা থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।"

তিনি অবিলম্বে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি