নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে: জয়নুল আবেদীন
প্রকাশিত : ১৯:৫১, ১২ এপ্রিল ২০২৫

নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে বলে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ন্যূনতম সংস্কার এবং আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচনমুখী হওয়া দরকার।
শনিবার (১২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনুসের কাছে একটাই দাবি- এমন সরকার আসুক যারা গণতন্ত্রের পক্ষে থাকবে। কিন্তু এখন কেউ কেউ বলে, আগে সংস্কার, পরে নির্বাচন চাই। আওয়ামী লীগ দুর্নীতিবাজ নেতা-কর্মীদের ছাড় দেয়া হচ্ছে। শেখ হাসিনাসহ সকল আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচার সম্পন্ন করে দ্রুত সংস্কার করে নির্বাচন দেন।
ফারুক আওয়ামী দুর্নীতিবাজ নেতাদের কাছ থেকে পাচার হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে জুলাই বিপ্লবে আহত নিহতদের পরিবারের মাঝে বণ্টনের আহবান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, গত ১৬ বছরে আমি ৯ বছর কারাগারে ছিলাম। সব সময়ে সাধারণ কয়েদিদের সাথে থাকতাম। হাতে পায়ে ডান্ডাবেরি পরিয়ে বিএনপির অধিকাংশ নেতা কর্মীদের আদালতে আনা হতো। কিন্তু এখন দেখছি, আওয়ামী নেতা-কর্মীদের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখা হচ্ছে। এসি গাড়িতে করে কোর্টে আনা হচ্ছে। বাহির থেকে বিশেষ খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
এসএস//
আরও পড়ুন