ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

নির্বাচনকালীন সরকারে বিএনপির আসার সুযোগ নেই: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ২২ জুলাই ২০১৮ | আপডেট: ১৫:১৫, ২২ জুলাই ২০১৮

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির আসার কোনো সুযোগ নাই। বিএনপির সঙ্গে আলোচনারও আর কোনো সুযোগ নাই।

আজ রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনকালীন সরকার নিয়ে গতকাল বিএনপির এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীনের দেওয়া প্রস্তাবের বিষয়ে সরকারের অবস্থান কি-জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে কোনো শর্তযুক্ত নির্বাচন হবে না। নির্বাচন হবে স্বাভাবিক নিয়ম মেনে এবং সংবিধানের আলোকে। খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না বিএনপির এই ঘোষণায় চক্রান্ত, নাশকতা ও ষড়যন্ত্রের আশঙ্কা করছে সরকার।

এদিকে শনিবার প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, স্মরণাতীতকালের স্মরণীয় একটা গণসংবর্ধনা অনুষ্ঠান করেছি। এক বড় অনুষ্ঠান কিন্তু কোথাও শৃঙ্খলা ভঙ্গের একটা নজিরও নেই। আমরা এটা প্রমাণ করেছি যে আওয়ামী লীগই এখনও সবেচেয়ে সুসংগঠিত, সবচেয়ে সুশৃঙ্খল, স্বতঃস্ফূর্ত পার্টি, সবচেয়ে স্মার্টার পার্টি হিসেবে গতকাল আমরা নিজেদের ডেমোনেস্ট্রেট (প্রদর্শন) করেছি।’

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি