ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

‘নির্বাচনী কর্মকর্তারা পক্ষপাতিত্ব করলে শাস্তি হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৪৩, ১৭ নভেম্বর ২০১৮

নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার সকালে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এ নির্দেশনা দেওয়া হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে যা করণীয়, তার সবই করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। প্রত্যেক প্রার্থীর সমান সুযোয নিশ্চিত করারও নির্দেশ তেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট-ইটিআই ভবনে কর্মকর্তাদের তিনটি প্রশিক্ষণ কর্মশালা। এর উদ্বোধন  করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।

এবার অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে কর্মকর্তাদের জানানো হয়।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, দেশের মানুষের সাথে সারাবিশ্ব তাকিয়ে আছে নির্বাচনের দিকে। তাই দলমত নির্বিশেষে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার নির্দেশনা দেন নির্বাচনী কর্মকর্তাদের। পক্ষপাতিত্বের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দেন তিনি।

কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না উল্লেখ করে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচনের জন্য যা যা করার দরকার তা করবে কমিশন।

সবাই যেন নিবিঘ্নে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কাজ করার কথাও বলেন তিনি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি