নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ [ভিডিও]
প্রকাশিত : ০০:০৩, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:০৪, ৩০ এপ্রিল ২০১৮
গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সিটি নির্বাচন দেখেই বোঝা যাবে আগামী সংসদ নির্বাচন কেমন হবে।
অন্যদিকে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, নৌকার বিজয় হলে গাজীপুরের মানুষের অধিকার নিশ্চিত হবে।
প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় আরো জানাচ্ছেন রাসেদুল আলম রাসেল।
সকালে টঙ্গীতে বিএনপি কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারসহ স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনী প্রচারে নেতাকর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জনগণের নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর গাজীপুর সিটির উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় জানান মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
অপরদিকে, দুপুরে তেলিপাড়া এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। পরে মতবিনিময় সভায় নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহায়তা চান তিনি।
সভায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
১৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে দিন-রাত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
ভিডিও:
আরও পড়ুন