ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনী সহিংসতায় হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে

প্রকাশিত : ০৯:৫৫, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৫৯, ২৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

নির্বাচনী সহিংসতায় আহতদের ভিড় বাড়ছে বরিশাল ও বাগেরহাটের হাসপাতালগুলোতে। প্রথম দফা নির্বাচনের সময় সহিংসতায় আহত হয় কয়েকশ’ মানুষ। বিভিন্ন হাসপাতালে চলছে তাদের চিকিৎসা। বাগেরহাটের শরণখোলায় ৪টি ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংতায় আহত হয় ৬৭ জন। কারও হাতে ব্যান্ডেজ, কারও পায়ে, কারও বা মাথায়। হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতেও চলছে চিকিৎসা। এ’ দৃশ্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। প্রথম দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সহিংসতায় আহত হয়ে এই হাসপাতালে ভর্তি হয় অন্তত আড়াইশ’ জন। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা জেলার বিভিন্ন স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সার্জারি ওয়ার্ডেই নির্বাচনী সহিংসতায় আহতদের ভীড় বেশি বলে জানালেন চিকিৎসক। এদিকে, সহিংসতায় আহতদের চাপ বেড়ে যাওয়ায় বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। নির্বাচন পরবর্তী সহিংসতায় ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে আহত হয় ৬৭ জন। রোগীদের সর্বোত্তম সেবা দিতে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি