ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নির্বাচনে কারচুপির প্রতিবাদে সিন্ধুতে পিটিআইয়ের ব্যাপক বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ৫ মার্চ ২০২৪

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির অভিযোগের প্রতিবাদে ইমরান খানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সিন্ধু জুড়ে প্রতিবাদ বিক্ষোভ, সমাবেশ এবং অবস্থান ধর্মঘট হয়েছে। দলের সিনিয়র নেতা এবং বিধায়কদের নেতৃত্বে, করাচি প্রেস ক্লাবের বাইরে এবং প্রদেশের প্রধান শহরগুলিতে প্রতিবাদ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ধাবেজি, ঘারো, গুজ্জো, থাট্টা, জামশোরো এবং হায়দরাবাদসহ সিন্ধুর গ্রামীণ শহর ও ছোট শহরগুলিতে বিক্ষোভের নেতৃত্ব দেন দলের সিন্ধু শাখার সভাপতি হালিম আদিল শেখ । দিনের শুরুতে আদিল শেখ দলের বেশ কয়েকজন কর্মী ও নেতাদের সাথে একটি কাফেলায় যাত্রা শুরু করেন। তিনি প্রথমে ধাবেজিতে থামেন যেখানে তিনি বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে একটি প্রতিবাদ বিক্ষোভে ভাষণ দেন।

তিনি বলেন, জাতি ইমরান খানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাখ্যান করেছে। এমনকি সিন্ধু, যাকে পাকিস্তানি পিপলস পার্টির 'শক্ত ঘাঁটি' বলে মিথ্যাভাবে অভিহিত করা হয়, তারাও আজ দুর্নীতি ও স্বজনপ্রীতির রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। আমরা সমস্ত সিন্ধু জেলা থেকে জিতেছি তবে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান এবং পিপিপির মাধ্যমে জাল আদেশ জারি করা হয়েছিল। কিন্তু জনগণ মুখ খুলেছে এবং কেউ তাদের চুপ করাতে পারবে না।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি