ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

নির্বাচনে জাপানকে পর্যবেক্ষক দল পাঠানোর আহ্বান সিইসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ১ জুন ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানকে পর্যবেক্ষক দল পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে জাপানি রাষ্ট্রদূত ইওয়ানা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানানো হয়। 

প্রায় দেড়ঘন্টার আলোচনা শেষে কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নির্বাচনের রোডম্যাপ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জাপানকে জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠানোর আহ্বান জানানো হয়েছে। 

এর আগে জাপানী রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, জাপান সরকার বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।

নির্বাচনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত অগ্রগতি এবং কোন পদ্ধতিতে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ হয়ে থাকে, সে বিষয়গুলো রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান ইসি সচিব।

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি