ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে : তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সহায়ক সরকার নয়, বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার আর আলোর মুখ দেখবে না। আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, অবাধ এবং সুষ্ঠু। সেই নির্বাচনে সহায়তা করবে নির্বাচন কমিশন (ইসি)। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। তবে নির্বাচনে বিএনপি না এলে দলটি অস্তিত্ব সঙ্কটের মুখে পড়বে।

তোফায়েল আহমেদ বলেন, ২০১৩ সালে বিএনপি দেশের অগ্রযাত্রা থামাতে চেয়েছিল, ২০১৪ সালে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। ২০১৫ সালে তারা ৯৩ দিন হরতাল দিয়ে অর্থনীতিকে পঙ্গু করতে চেয়েছিল। অবাক হলেও সত্য তাদের কোনো ষড়যন্ত্রই দেশের জনগণ সফল করতে দেয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, কৃষিবিদ সমীর চন্দ্র, কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঈনউদ্দিন প্রমুখ।

 

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি