ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখার দায়িত্ব সবার: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ১০ নভেম্বর ২০১৮

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখার দায়িত্ব সরকারের শুধু একার নয়; সবার। সিরাজগঞ্জের কাজীপুরে শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতাও আশা করেন তিনি।

নাসিম বলেন, নির্বাচনী ডামাডোল বেজে উঠেছে। জনগণও নির্বাচনমুখী। সরকার দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের শুধু একার নয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলেরও দায়িত্ব। জনগণকেও এগিয়ে আসতে হবে। কোনোভাবেই নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করা যাবে না। কোনো অপশক্তি যেন শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য জনগণকেও সজাগ থাকতে হবে।

কাজীপুর পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কাজীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি