ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনে সেনায় আস্থা, চিকিৎসায় নয় কেন : তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু মেডিকেল এবং সিএমএইচ সেনাবাহিনী দ্বারা পরিচালিত। বিএনপি সবসময় নির্বাচনে সেনাবাহিনী চায়, কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত হাসপাতালে তাদের ভরসা নেই। এটি কেন?

তিনি বলেন, আমি বুঝি না একজন অসুস্থ মানুষ তার পছন্দের হাসপাতাল না হওয়ায় চিকিৎসা না নিয়ে সময়ক্ষেপণ করেন কিভাবে? অসুস্থ রোগীকে তো যে হাসপাতালে নেবেন সেখানেই যাওয়ার কথা।

আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঈদকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে তৎপরতা ছিল অন্য কোনো দলের সে তৎপরতা চোখে পড়েনি মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, এবারের ঈদ ভালো হয়েছে। হাজার হাজার মানুষ গ্রামে গেছেন। সরকারের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করেছি। অনেকে মনে করেন, সামনে নির্বাচন তাই সাহায্য-সহযোগিতা করেছি। এটা ঠিক না। আমি প্রতি বছরই সামর্থ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করি।

মন্ত্রী আরও বলেন, যারা আগামী নির্বাচনে প্রার্থী হবেন তারাও এলাকায় যাননি। কেন এটি হলো তা আমি জানি না।

এবার নিত্যপণ্যের দাম সহনীয় ছিল উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, গ্রামের মানুষ আমাকে বলেছেন, এবার নিত্যপণ্যের দাম সহনীয় ছিল। রোজার সময় এত পণ্যের মজুত রেখেছি যার ফলে দাম বাড়েনি।

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি