ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

নির্বাচনের আগেই খালেদাকে মুক্ত করতে হবে : আব্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ৩০ জুন ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া যে কোনো নির্বাচন ‘গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মতো’ হয়ে যাবে। সেজন্য জাতীয় নির্বাচনে যাওয়ার আগে অবশ্যই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। শনিবার

বিএনপির আন্দোলনকালে ‘গুম-খুন ও নির্মম নির্যাতনের শিকার’ পরিবারকে আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী হেল্প সেল। তারা ছয়টি পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়।

মির্জা আব্বাস বলেন, অনেকে বলেন বিএনপির নির্বাচনে যাওয়া দরকার। আমিও তাদের সঙ্গে একমত। তবে বিএনপির নির্বাচনে যাওয়ার আগে খালেদা জিয়াকে মুক্ত করা দরকার। খালেদা জিয়া ছাড়া নির্বাচন গাজীপুর-খুলনা সিটি নির্বাচনের মতো হয়ে যাবে। তাই আমি বলবো, যারা নির্বাচনে যেতে চান তারা আগে খালেদা জিয়াকে মুক্ত করার ব্যবস্থা করেন। তাকে নিয়ে নির্বাচনে যাবো। তখন বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, আজকে বাংলাদেশের ঘরে ঘরে স্বজনহারা মানুষের কান্নার রোল। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দিন। আর খুনের সঙ্গে জড়িতদের বিচারের ব্যবস্থা নিন।

জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য আরাফাতুর রহমান আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, ছাত্রদলের রাজিব আহসান পাপ্পু, জাতীয়তাবাদী হেল্প সেলের সমন্বয়ক সুমন আহসান প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি