ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ কাদেরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ১০ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:১৭, ১০ মার্চ ২০১৮

আন্দোলনের পাঠ বিএনপির চুকে যাওয়ায় দলটিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার কোনো খায়েস আওয়ামী লীগের নেই।

আজ শনিবার গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪ লেনের উন্নীতকরণের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। আদালতে তিনি জামিন পেতেও পারেন, নাও পেতে পারেন। উচ্চ আদালত তার সাজা বহাল রাখতেও পারে, তাকে ছেড়েও দিতে পারে। এখানে সরকারের পরিষ্কার বক্তব্য সরকার কোনোভাবেই এখানে হস্তক্ষেপ করবে না। এখন তারা যদি মনে করে খালেদা জিয়াকে আন্দোলন করে বের করবে সেই আশায় এখন গুঁড়েবালি।

সেতুমন্ত্রী বলেন, জনগণ সম্পৃক্ত না হলে আন্দোলন হয় না। তাদের নেতাকর্মীদের উচ্ছ্বাস আছে, আবেগ আছে। পুলিশের সঙ্গে তারা সংঘাত করতে চান। তারা রাস্তা বন্ধ করে অনশন করবে, জনগণের জন্য ভোগান্তি সৃষ্টি করবে, এটা তো জনগণ সমর্থন করবে না। আন্দোলনের পাঠ তাদের চুকে গেছে। আন্দোলন করতে পারবে না। আমি তাদের পরামর্শ দেবো নির্বাচনের প্রস্তুতি নিতে। 

এ সময় সড়ক বিভাগের ঢাকা বিভাগী তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি কে এন নাহিন রেজা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন প্রকল্পের উপ-সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী রুকনুজ্জামান, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলামসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, নিবন্ধিত দল হিসেবে নির্বাচন করার অধিকার বিএনপির আছে। কিন্তু বেগম জিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়টি আমাদের হাতে নেই। আইনি যুদ্ধের মাধ্যমে বেগম জিয়া বের হলে এখানে আমাদের কোন বক্তব্য নেই।

প্রসঙ্গত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেন-এর ৭০ ভাগ কাজ শেষ হওয়ায় আগামী ঈদে যাত্রীদের আর যানজটের দুর্ভোগ পোহাতে হবে না বলে জানান মন্ত্রী।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি