ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত : ২৩:০০, ২২ মার্চ ২০১৬ | আপডেট: ০৮:৪৫, ২৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৪৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৩৬৫টিতে। বিএনপি ৩১টি এবং অন্যান্য প্রার্থীরা নির্বাচিত হয়েছেন ৭৯টিতে। এখনও চলছে ভোট গণনা। ফলাফল ঘোষণা করছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রথম দফায় ৭১২ টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন রাতের মধ্যেই প্রায় সব ইউনিয়ন পরিষদের ফলাফল পাওয়া যাবে বলে আশা করছেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি