নির্বাচিত নন, প্রতিদিনই মনে করিয়ে দেওয়া হবে : সালাউদ্দিন আহমেদ
প্রকাশিত : ২০:৪০, ১৩ এপ্রিল ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সরকারের বিকল্প অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হতে পারেন না। আপনারা অনির্বাচিত, এবং সেটা প্রতিদিন আপনাদের স্মরণ করিয়ে দেওয়া হবে।
রোববার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহ উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন বলছেন, জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায়। অথচ আপনারা তো নির্বাচিত নন। নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন তা ঘোলাটে করে দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের জন্য সুখকর নয়।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার এক বক্তব্যের সমালোচনায় তিনি বলেন, তিনি বলছেন জনগণ নাকি তাঁদের নির্বাচিত করেছে। কিভাবে? গণ–অভ্যুত্থানের মাধ্যমে? তাহলে নির্বাচন কমিশন থাকবে কেন?
তিনি অভিযোগ করেন, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে বহু মানুষ শহীদ হয়েছেন। সেই অধিকার অস্বীকার করে উপদেষ্টারা অগণতান্ত্রিক শক্তিকে উৎসাহ দিচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা ঘরপোড়া গরু, ওয়ান–ইলেভেনের অভিজ্ঞতা এখনো ভুলিনি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বারবার সময় পরিবর্তন—ডিসেম্বর থেকে জুন, আবার ডিসেম্বর—এটা জাতির আস্থার জায়গায় আঘাত করছে।
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শিগগিরই সুষ্ঠু নির্বাচন ও সাংবিধানিক সংস্কারের দাবি জানান তিনি। বলেন, দেশে গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে হবে, যেখানে অর্থনৈতিক মুক্তি ও মানুষের অধিকার সুনিশ্চিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। এ সম্মেলনে ভাসানী অনুসারী পরিষদের নতুন নামকরণ করে ‘ভাসানী জনশক্তি পার্টি’ রাখা হয়। সংগঠনের চেয়ারম্যান হন শেখ রফিকুল ইসলাম, মহাসচিব হন আবু ইউসুফ সেলিম।
এসএস//
আরও পড়ুন