ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নির্বাচিত সরকারই বৈষম্যহীন দেশ গড়তে পারে: তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৪

নির্বাচিত সরকারই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল জনগণের নিরাপত্তা, গণতন্ত্র ও দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে। 

এছাড়া তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের যথাযথ মূল্যায়ন না করতে পারলে ইতিহাস কখনো আমাদের ক্ষমা করবে না। 

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ঝিনাইদহের পায়রা চত্ত্বরে জেলা বিএনপি আয়োজিক এক গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ সেদিনই সফল হবে, যেদিন দেশের মানুষের রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তি মিলবে। আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ট ছিলো দেশের মানুষ। জনগণের আন্দোলনে বিদায় নিয়েছে স্বৈরাচার। এ কৃতিত্ব দেশের ছাত্র-জনতার।

এসময় নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের বিকল্প ছিলো না। এ সরকারের প্রতি সমর্থন রয়েছে। এই সরকার যাতে তাদের কাজগুলো করতে পারে তাই তাদের সমর্থন দিতে হবে।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই এই সরকার বাংলাদেশের সকল মানুষের সমর্থনে দায়িত্ব নিয়েছে। তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল, আজও আছে। তবে তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখা চ্যালেঞ্জ কিন্তু তাদেরই নিতে হবে। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রোড ম্যাপ প্রয়োজন, সেটা নির্দিষ্ট করতে হবে তাদেরই।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি