ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচিত হয়েই ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন কানাডার প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন মার্ক কার্নি। ৫৯ বছর বয়সী কার্নি তার বিজয় ভাষণের বেশির ভাগ অংশে ট্রাম্পকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, যিনি কানাডার ওপর শুল্ক আরোপ করেছেন এবং বলেছেন যে তিনি দেশটিকে ৫১তম মার্কিন রাজ্যে পরিণত করতে চান; আমি মনে করি ‘আমেরিকানদের কোনো ভুল করা উচিত নয়’। কারণ হকির মতো বাণিজ্যেও কানাডারই জয় হবে।

রোববার (৯ মার্চ) রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।

আমেরিকা প্রসঙ্গে কার্নি বলেন, নতুন হুমকি এলে তো নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনা দরকার হয়। আমরা আরো নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব।

তিনি বলেন, আমেরিকা তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে কানাডাও পাল্টা কর চাপাবে। আমেরিকানরা যত দিন না আমাদের সম্মান করছে, তত দিন পারস্পরিক শুল্ক থাকবে।

কার্নি বলেন, ট্রাম্প কানাডা দখল করে নিতে চাইছেন। সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। আমেরিকানরা আমাদের পানি, আমাদের জমি, আমাদের যাবতীয় সম্পদ লুটে নিতে চায়। ওরা আমাদের দেশটাকেই চায়। ট্রাম্প কানাডার শ্রমিক, তাদের পরিবার এবং কানাডার বাণিজ্যকে বারবার আক্রমণ করছেন। তাকে সফল হতে দেওয়া যাবে না।

সূত্র : বিবিসি

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি