ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নির্যাতন-শোষণের বিরুদ্ধে সোচ্চারকণ্ঠ শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-১৯)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ১৪ মার্চ ২০২৩

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন উত্তাল হয়েছিল মূলত: ১৯৪৮ সাল থেকেই। বলাবশ্যক, এ বছরের ২৩ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান গণপরিষদের অধিবেশনে উর্দু বা ইংরেজিতে বক্তব্য দেয়ার প্রস্তাব নাকচ করেছিলেন পূর্ব পাকিস্তান কংগ্রেসের সদস্য ধীরেন্দ্র নাথ দত্ত। তাঁর প্রস্তাব বাতিল হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিনের বিরোধিতার কারণে। 

উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। কাছাকাছি সময়ে এই তিনজনের বক্তব্য দ্রোহের আগুন ছড়িয়েছিল পূর্ব পাকিস্তানে। নির্যাতন-শোষণের বিরুদ্ধে সোচ্চারকণ্ঠ মুজিবের তখন তুমুল ব্যস্ততা। 

১৫ মার্চ শেখ মুজিবের নেতৃত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে ওঠে। দু’দিন পর অর্থাৎ ১৭ মার্চ দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন। ১৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি আন্দোলন পরিচালনা করেন শেখ মুজিবুর রহমান। এই একই সময়ে কর্ডন প্রথার বিরুদ্ধে আন্দোলন চলছিল ফরিদপুরে। সে ঘটনায় আবারও আটক হন মুজিব। দিনটি ছিল ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর।      

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি