ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

নিলামে উঠছে ১৬৩ ক্যারেটের সেই হীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৭

অ্যাঙ্গোলোয় গত বছর ১৬৩.৪১ ক্যারেটের একটি নিশ্চিদ্র সাদা হীরা পাওয়া যায়। সেটি আগামী ১৪ নভেম্বর জেনেভায় নিলামে তুলবে বিশ্ব নিলাম হাউজ ক্রিস্টি‘স। বৃহস্পতিবার একথা জানিয়েছে ক্রিস্টি‘স এর মুখপাত্র।

ক্রিস্টি‘স এর ইউরোপ ও এশিয়া অঞ্চলের চেয়ারম্যান ফ্রান্সিস কুরিয়েল বলেন, সর্বশেষ যে বড় হীরাটি বাজারে এসেছিল তা ছিল ১১০ ক্যারেটের। সুতরাং এটি আগেরটি থেকে ৫০ শতাংশ বড় যা নিলামে উঠা সবচেয়ে বড়া হিরা। হংকংয়ে একটি হীরা প্রদর্শনীতে কুরিয়েল এসব কথা জানায়।

জেনেভায় নিলামে তোলার আগে লন্ডন, দুবাই ও নিউইয়র্কে প্রদর্শন করা হবে ১৬৩.৪১ ক্যারেটের বিরল এই হীরাটি।

সূত্র : রয়টার্স।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি