ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিশো-মিথিলার ‘ডিভোর্স’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৫৯, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসানের সঙ্গে এক দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের অবসান হয়েছে মিথিলার। ব্যাক্তিগত জীবনের নানা ক্ষত বয়ে বেড়াচ্ছেন। দীর্ঘদিন অভিনয় থেকে দূরেও ছিলেন। মানসিক যন্ত্রনা থেকে রক্ষা পেতে কাজে ফেরার সিদ্ধান্ত নেন মিথিলা। কিন্তু কাজে ফিরেও যে ‘বিচ্ছেদের’ মুখোমুখি গ্লাম্যারাস এ অভিনেত্রী। যন্ত্রনা যেন তাকে ছাড়ছেই না।


একটু খোলাসা করে বলি। ঈদুল আজহায় ডিভোর্স নামে একটি নাটকে দেখা যাবে মিথিলাকে। নাটকে শুটিং চলছে। এতে মিথিলার সহ অভিনেতা আফরান নিশো। এই নাটকেও বিবাহ বিচ্ছেদ নিয়েই মন খারাপ করে থাকতে দেখা যাবে মিথিলাকে।

নাটকে মিথিলার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। এ নাটকে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো গণমাধ্যমকে বলেন, সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়েই এ নাটকটি নির্মিত হয়েছে। আশা করি, দর্শকরা পছন্দ করবেন। মিথিলা গণমাধ্যমকে বলেন, এ নাটকে অভিনয়টা দারুণ উপভোগ করেছি। শিহাব শাহীনের নাটকটি পরিচালনা করছেন।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি