ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য নুশরাত জাহান দোলনা ওরফে দোলনা আক্তারকে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

দোলনা একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। দোলনা আক্তার ওই গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

আওয়ামী লীগের এমপিদের শুল্কমুক্ত সুবিধার ২৪ গাড়ি নিলাম উঠছে সোমবারআওয়ামী লীগের এমপিদের শুল্কমুক্ত সুবিধার ২৪ গাড়ি নিলাম উঠছে সোমবার
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। তার বাড়িতে আসার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ৬ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে সোমবার সকালে কুড়িগ্রাম আদালতে তোলা হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি