ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

নিষিদ্ধ হতে পারে অ্যাপল ওয়াচ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১৪ জানুয়ারি ২০২৩

ফিচারে ঠাসা এই স্মার্ট হাতঘড়ি কীনা পারে! স্বাস্থ্যের হাল-হকিকত জানানো থেকে শুরু করে ফোনে কথা বলা কিংবা প্রতিদিনের ওয়ার্ক আউট নজর রাখার মতো নানান কঠিন বিষয়ই সামলে দেয় দক্ষতার সঙ্গে। SOS ফিচারের মাধ্যমে ইতোমধ্য়েই বহু প্রাণ বাঁচিয়েছে এই স্মার্ট হাতঘড়ি। এবার এই ফিচারপ্যাকড স্মার্টওয়াচের বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। 

যে প্রযুক্তির দৌলতে এত স্মার্টনেস অ্যাপল এর, সেই প্রযুক্তি নাকি আদতে চুরি করা, এমনই অভিযোগ তুলে এবার আদালতের দ্বারস্থ হল মার্কিন এক মেডিক্যাল টেক সংস্থা।

আজ থেকে নয়, অনেকদিন ধরেই অ্যাপল ওয়াচ এর বিরুদ্ধে পেটেন্ট চুরির অভিযোগ তুলে আসছে আমেরিকার মেডিক্যাল টেক সংস্থা Masimo। ইতোমধ্যে বিষয়টি নিয়ে মার্কিন আদালতেরও দ্বারস্থ হয়েছে তারা। আর সেই আদালতেই এবার বড় ধাক্কা খেল অ্যাপল। ওই মামলায় অ্যাপল কে দোষীসাব্যস্ত করেছে আদালত।

পরবর্তী ধাপে বিষয়টি নিয়ে তদন্ত করবে United States International Trade Commission (USITC)। আমেরিকার এই আন্তর্জাতিক বাণিজ্য কমিশন একটি স্বাধীন সংস্থা। ফলে তাদের তদন্তের ফলাফল আদালতের সিদ্ধান্তের থেকে আলাদা হতেই পারে। তবে তাদের তদন্ত-রিপোর্টেও যদি দোষী সাব্যস্ত হয় অ্যাপল, তবে বড়সড় সমস্যায় পড়তে পারে প্রতিষ্ঠানটি। এমনকি নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে অ্যাপল ওয়াচ সিরিজ ৬ ও তার পরবর্তী মডেলগুলোকে।

আমেরিকার বেশিরভাগ হাসপাতালেই Masimo-র তৈরি অক্সিজেন সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়। 
ওই টেক সংস্থার অভিযোগ, তাদের বেশ কিছু কর্মীর সঙ্গে বৈঠকে বসেছিল অ্যাপল। সেসব কর্মীকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে ওই প্রযুক্তির তথ্য চুরি করেছে আই ফোন সংস্থাটি। এমনকি Masimo-র চিফ মেডিক্যাল অফিসারকে নিজের সংস্থায় নিয়োগ করেছিল অ্যাপল। সব মিলিয়ে অ্যাপল এর বিরুদ্ধে দশটি আলাদা আলাদা পেটেন্ট চুরির অভিযোগ এনেছে Masimo। সেই মামলাতেই অ্যাপল  কে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত।

বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (USITC)। আর সেই তদন্ত রিপোর্টের উপরেই আপাতত ঝুলছে অ্যাপল ওয়াচ এর ভাগ্য। তবে কবে নাগাদ সেই তদন্ত রিপোর্ট মিলবে, সে বিষয়ে এখনও কোনও পাকাপোক্ত খবর মেলেনি। অ্যাপল ওয়াচ এর সিরিজ ৬ ও তার পরবর্তী প্রজন্মের অ্যাপল ওয়াচ গুলো আদৌ আগের মতো বাজার কাঁপাবে কিনা, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাণিজ্য কমিশনই।

সূত্র: এই সময়
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি