নিষিদ্ধ হলেন নেইমার!
প্রকাশিত : ১২:২৫, ২৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৪:০০, ২৯ অক্টোবর ২০১৭
রেকর্ড পারিশ্রমিকে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করিয়ে দলকে এনে দিচ্ছেন দুর্দান্ত সব জয়। তবে গত রোববার মার্শেইর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার ফলে লিগ ওয়ানের ম্যাচে আজ (শুক্রবার) নিসের বিপক্ষে ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের।
নিসের তারকা ফুটবলার মারিও বালোতেল্লির কণ্ঠে তাই নেইমারের বিপক্ষে খেলার সুযোগ না পাওয়ার আফসোস। তিনি বলেন, ”ব্যক্তিগতভাবে, আমি নেইমারের বিপক্ষে খেলতে চেয়েছিলাম। আমি আশা করেছিলাম, সে ম্যাচটিতে থাকবে।” পিএসজির মাঠে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।
মার্শেইয়ের বিপক্ষে গত রোববার ম্যাচের যোগ করা সময়ে কাভানির গোলে ২-২ এ ড্র করে মাঠ ছাড়ে পিএসজি। তবে ম্যাচের ৮৭ মিনিটে প্রতিপক্ষ দলের লুকাস অকাম্পোস পরপর দুইবার নেইমারকে বাধা দিলে দাঁড়িয়ে জোরে ধাক্কা দিয়ে বসেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ফলে দুই হলুদ কার্ডে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে নেইমারকে ছাড়াই নিসের সঙ্গে লড়বে লিগের শীর্ষে থাকা পিএসজি।
এদিকে পিএসজির মাঠে জয় দিয়ে শেষ তিন ম্যাচে হারের ব্যর্থতা কাটিয়ে উঠতে মরিয়া নিসে। পিএসজির মাঠে জয় কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করেন দলের অন্যতম সেরা তারকা মারিও বালোতেল্লি। সূত্র : গোলডটকম।
এমআর/ডব্লিউএন