ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরায় ১৪ জেলের দণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬, ২০ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

শনিবার পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মা ইলিশ সংরক্ষণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মামুন খান  এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে দণ্ডবিধি- ১৮৬০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০র সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এসময় জব্দকৃত আনুমানিক সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ এতিমখানায় বিতরণ ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে।

দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ অভিযানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। 

দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মামুন খান বলেন, অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি