ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নিয়ম না মেনে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, বাড়ছে ঝুঁকি (ভিডিও)

অখিল পোদ্দার

প্রকাশিত : ১৪:৩৪, ১৭ জুন ২০২২

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা বেড়েই চলেছে। তারপরও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। মুদি দোকানগুলোতেও এখন বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস।

গাবতলী বেড়িবাঁধের বাসিন্দা রাশিদার ছেলের মৃত্যু হয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে। কিন্তু এখনো রাশিদার ছেলে যে প্রতিষ্ঠানের কর্মচারী ছিল সেই মুদি দোকান অবৈধভাবে সিলিন্ডার বিক্রি হচ্ছে। 

সাধারণ মানুষেরা বলছেন, নারী ও শিশুরাই এসব দুর্ঘটনার শিকার বেশি হয়। কারণ পুরুষরা দিনভর থাকেন অফিসে। অনেকে আবার বলছেন, সিলিন্ডারের পিন খোলার সিস্টেম জানেনা সবাই। অথচ গণহারে সবাই সিলিন্ডার বিক্রি করছে।

গেল ক’মাসে সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে অনেক। তারপরও নিশ্চুপ দাহ্য পদার্থের বিক্রি ও নিয়ন্ত্রণকারী সংস্থা বিস্ফোরক অধিদফতর। নির্দিষ্ট এজেন্টের বাইরে বহু দোকানি সিলিন্ডার বিক্রি করলেও শাসন করার কেউ নেই। 

সিলিন্ডারের ক্রেতা জানান, "বিস্ফোরক অধিদপ্তার, ফায়ার ও ট্রেড লাইসেন্স লাগে, কিন্তু যারা বিক্রি করছে তাদের এর কোনোটাই নেই। অবৈধভাবেই ব্যবসা চালায় যচ্ছে।"

আরেকজন বলেন, "যখন দুর্ঘটনা দেখি তখন ভয়ে থাকি। কিন্তু আমরা নিরুপায়, আমাদের তো ব্যবহার করতেই হবে।" 

এর প্রতিকার চান সাধারণ মানুষ। 

নিয়ম আছে, নির্দিষ্ট তাপে রাখতে হবে সিলিন্ডার। বিক্রিও করবে তালিকাভূক্ত ব্যবসায়ী। কিন্তু কে শোনে কার কথা?

একজন পথচারী বলেন, চায়ের দোকানেও এখন সিলিন্ডার বিক্রি হচ্ছে। কিন্তু তাদের বেশিরভাগই সিলিন্ডার ব্যবহারের জানেন না।" 

অনেকে আবার বলছেন, ফুটপাতের দোকানে ব্যবহৃত সিলিন্ডার গুলোও ঝুঁকিপূর্ণ, কারণ এর সঠিক ব্যবহার হয়না।

রাস্তার পাশে হোটেল কিংবা ফুটপাথের চা’র দোকানও ব্যবহার করে গ্যাস সিলিন্ডার। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে নিস্তার চান রাজধানীবাসী।

 এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি