ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নীল নদ নিয়ে রসিকতা, মিশরের শিল্পী জেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নীল নদ নিয়ে রসিকতা করায় শিরিন আবদেল ওয়াহাব নামে আরব বিশ্বে পরিচিত মিশরের প্রথম সারির একজন তারকা শিল্পীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদলত।

তিনি দেশটির খুব জনপ্রিয় একজন শিল্পী। শিরিন ‘দ্যা ভয়েস অব টিভি শো’র বিচারক। তিনি নীল নদের পানির পরিচ্ছন্নতা নিয়ে রসিকতা করে একজন ভক্তকে বলেছিলেন এই পানি পান করলে জীবাণু পান করা হবে। আর এ জন্য শিরিনের বিরুদ্ধে গত বছরের নভেম্বরে মামলা করা হয়।

জানা গেছে, মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে শিরিনের কারাদণ্ড হয়েছে। কায়রোর একটি আদালত এই দণ্ড দিয়েছেন।

এদিকে জামিনের জামানত হিসেবে শিরিনকে পাঁচ হাজার মিসরীয় পাউন্ড দিতে বলেছেন সে দেশের আদালত।

উল্লেখ্য, এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতে একটি কনসার্টে এই কথা বলেন তিনি। এ জন্য শিরিন অবশ্য ক্ষমাও চেয়েছেন।

সূত্র : বিবিসি বাংলা

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি