ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নীলফামারীতে পোল্ট্রি ফার্ম স্থাপনের জন্য জমি দখলের অভিযোগ

প্রকাশিত : ০৯:০০, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৭, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

পোল্ট্রি ফার্ম স্থাপনের জন্য দালালদের মাধ্যমে জাল দলিলে জমি দখলের অভিযোগ উঠেছে নীলফামারীর একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বাধা দেয়ায় প্রশাসনের ছত্রছাত্রায় নির্যাতন চালাচ্ছে কথিত ‘বজরাং বাহিনী’। ফার্ম কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও, ভূমি অফিস বলছে- সদ্য প্রয়াত সাব-রেজিস্ট্রারের সময়ে এই জালিয়াতি হয়ে থাকতে পারে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বৈশ্বপাড়ায় গড়ে তোলা হচ্ছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নর্থ পোল্ট্রি ফার্ম। তবে, এক্ষেত্রে জমি দখলের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তরা বলছেন, জাল দলিল তৈরি করে তাদের জমি থেকে উৎখাত করা হয়েছে। ফার্মের সীমানা প্রাচীর তৈরি করে দখলে নেয়া হয়েছে জমি। গ্রামবাসী জানায়, বাধা দিতে গেলে কর্তৃপক্ষের হয়ে ‘বজরাং বাহিনী’ তাদের উপর হামলা চালায়। এ’ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রামবাসীর নামে মামলাও করা হয়েছে। তবে, জমি দখলের কথা অস্বীকার করেছেন নর্থ পোল্ট্রি ফার্মের প্রতিনিধি। জাল দলিল তৈরিতে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় ভূমি অফিস। তবে, আগের সাব-রেজিস্ট্রারের সময়ে কিছু অনিয়ম হয়ে থাকতে পারে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী জমির মালিকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি