ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

নীলফামারীতে সামান্য কমেছে তিস্তার পানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ১৪ জুলাই ২০২৩

নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকাল ছয়টায় ৪০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, আজ সন্ধ্যা ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকালে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার, সকাল নয়টায় ৩২ সেন্টিমিটার, দুপুর ১২টায় ১৭ সেন্টিমিটার এবং বিকেল তিনটায় সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

বৃহস্পতিবার সকাল ছয়টায় ওই পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ১৯ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সন্ধ্যা ছয়টায় ৩৫ সেণ্টিমিটার এবং রাত নয়টায় ৩৭ সেণ্টিমিটার ওপরে উঠে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড।

উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। ফলে নদী বেষ্টিত জেলার ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নের  ১৫টি চর গ্রামের তিন সহ¯্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘ভারীবৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। আজ সকাল ছয়টায় ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যায় ছয়টায় পানি কমে সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি