ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নুসরাত হত্যার আসামি শামীম পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশিত : ১৩:৫২, ১৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:৪৭, ১৮ এপ্রিল ২০১৯

সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মোহাম্মদ শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনীর একটি আদালত।

নুসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শাহ আলম বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুরে এই মামলার আসামি মো. শামীমকে জেলা জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক শরাফ উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

মো. শামীমকে গত মঙ্গলবার রাতে ফেনীর সোনাগাজী থেকে গ্রেপ্তার করে পিবিআই। তিনিও সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। তারপর গতকাল বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। আজ রিমান্ডের আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

উল্লেখ্য, এ মামলায় পিবিআইর হাতে তিন নারীসহ ১৮ জন আটক রয়েছে। তার মধ্যে ১৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি