ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নুসরাতের ‘প্রেম কাব্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ১৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৪৬, ১৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

টালিউডের সব থেকে সুন্দরী নায়িকা নূসরাত জাহান। তিনি নাকি প্রেমে পড়েছেন! তবে এখনই বিষয়টি নিশ্চিত নয়। কিন্তু ‘নূসু’র টুইটারে যে প্রেমের হাওয়া বইছে, একথা অবলীলায় বলা যায়। নূসরাতের ‘প্রেম কাব্য’ নিয়ে জল্পনা বাড়িয়েছেন নায়িকার পরিচালক।

বিরসা দাশগুপ্তের একটা টুইটেই সরগরম টালিউড ইন্ডাস্ট্রি। ‘আওয়ার ফার্স্ট অফিসিয়াল ডেট’, সঙ্গে গোলাপ এবং নীল রঙের লাভ সাইন। বিরসা দাশগুপ্তের এই টুইট রিটুইট করেছেন নায়িকা নূসরাতও। এখানেই শেষ নয়, নূসরাত আরও একধাপ এগিয়ে স্মৃতিচারণা করে লিখেছেন, ‘নস্টালজিয়া..!! ভাগ্যিস তোমার আমার দেখা হয়েছিল। ভালবাসা’। এর সঙ্গে হ্যাশট্যাগ #goodtimes।

সম্প্রতি ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে ওয়ান সিনেমাতে বিরসা দাশগুপ্তের পরিচালনায় কাজ করেছেন নূসরাত। ‘ওয়ান’ সিনেমাতে ছিলেন ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরও ছিলেন যশ দাশগুপ্ত। বক্স অফিসে এই সিনেমা সাফল্যের মুখও দেখেছে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি