ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নূরজাহান মুরশিদের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১ সেপ্টেম্বর ২০১৮

আজ ১ সেপ্টেম্বর নারী জাগরণের বিশিষ্ট নেত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রাদেশিক পরিষদ ও সাবেক সংসদস সদস্য, স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী নূরজাহান মুরশিদের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী। মুক্তিযোদ্ধের প্রথম পর্যায়ে ভারতের লোক ও রাজ্যসভার যৌথ অধিবেশনে মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তিনি। ফলে বাংলাদেশের প্রতি ভারতের স্বীকৃতি ত্বরান্বিত হয়েছিল। এর জন্য পাকিস্তানি সরকারের রোষানলে পড়েছিলেন তিনি, তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে এবং তাকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয় ওই সময়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। মরহুমের পরিবারের সদস্যদের পক্ষ থেকে সবাইকে এ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি