নেইমার আমাকে অপমান করেছে: ব্রাজিল অধিনায়ক
প্রকাশিত : ১৪:৫৬, ২৪ জুন ২০১৮ | আপডেট: ১৬:২০, ২৪ জুন ২০১৮
রাশিয়া বিশ্বকাপে এখনো নিজের চেনা রূপে ধরা দিতে পারেননি পিএসজি তারকা নেইমার। দুই ম্যাচ শেষে এখনো পেন্ডুলামের মতো ঝুলছে ব্রাজিলের ভাগ্য। কিন্তু এরই মধ্যে ব্রাজিল দলে গৃহবিবাদের খবর! পিএসজি তারকা নেইমার নাকি অপমান করেছেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভাকে। ব্রাজিল দলের অন্যতম এই ডিফেন্ডার নেইমারের এমন আচরণে অবাক হয়েছেন।
শনিবার ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেলকে এক সাক্ষাৎকারে নেইমারের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন সিলভা।
শুক্রবার কোস্টারিকা ম্যাচে কী করেননি নেইমার। ফাউল আদায়ের জন্য বারবার ডাইভ দিয়ে শেষ পর্যন্ত নিজেকে হাসির খোরাক বানিয়েছেন। ভিএআর প্রযুক্তিতে অভিনয় ধরা পড়ে ব্রাজিলের পক্ষে দেওয়া পেনাল্টিও বাতিল হয়েছে। গোল করেছেন, ম্যাচ শেষ আবেগের কাছে আত্মসমর্পণ করেছেন। অবশ্য শেষ পর্যন্ত দুই হলুদ কার্ড হজমকারীর পায়েই কোস্টারিকার বিপক্ষে ম্যাচ জেতে সেলেকাওরা। কিন্তু ম্যাচ শেষে নেইমারকে নিয়ে আসল বোমাটা ফাটিয়েছেন সিলভাই। নেইমারের ব্যবহারে নাকি আহত সিলভা।
সিলভা জানান, ম্যাচের ৮৩তম মিনিটের মাথায় রেফারির নির্দেশে খেলা শুরু করার জন্য সিলভা বিপক্ষের পায়ে বল তুলে দিতেই তাকে নেইমার খুবই অপমানজনক ভাষায় আক্রমণ করেন।
ব্রাজিল অধিনায়ক বলেন, নেইমার আমার ছোট ভাইয়ের মতো। আমি তার প্রতি সবসময় সুনজর রাখি। কিন্তু কোস্টারিকার ফুটবলারদের বল ছেড়ে দিয়েছিলাম বলে নেইমার খুব অপমান করেছে আমাকে। ওর এই আচরণ খুব দুঃখজনক।
ব্রাজিল অধিনায়ক আরও বলেন, `আমি ওদের বলটা ছেড়ে দিয়ে ভুল করিনি। কারণ তখন খেলাটা দ্রুত শুরু করা দরকার ছিল।`
প্রসঙ্গত, শুক্রবার কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলের ব্যবধানে জয় ও নেইমার গোল পেলেও খেলায় নেইমারের মনোভাব ও আচরণ নিয়ে ক্ষুব্ধ রয়েছেন খোদ ব্রাজিলের খেলোয়াড়রাই। ওই ম্যাচে রেফারির সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করে অপেশাদারি আচরণের দায়ে হলুদ কার্ড হজম করতে হয়েছে নেইমারকে। ওই ম্যাচের ৮১ মিনিটের মাথায় নেইমারের পাশাপাশি হলুদ কার্ড পেয়েছেন কুতিনহো।
গ্রুপ পর্বের ব্রাজিলের তৃতীয় ম্যাচটি সার্বিয়ার সঙ্গে মস্কোর স্পার্টাক বৃহস্পতিবার স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে।
একে//