ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেইমারকে নিয়ে তাচ্ছিল্য ব্রাজিলের ক্লাব পালমেইরাস সভাপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ১৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ইনজুরির সাথে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যেনো গভীর বন্ধুত্ব। চোট, ফেরা এবং চোট; এই চক্রে ঘুরপাক খাচ্ছে নেইমারের জীবন। ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় থাকতে হয় তাকে। বড় টাকার অংকে নেইমারকে কিনে খেসাররত দিচ্ছে সৌদি প্রো লীগের ক্লাব আল হিলাল। এমন অবস্থায় চুক্তির মেয়াদ শেষ হলে এই ব্রাজিলিয়ানকে ছেড়ে দিতে চায় ক্লাবটি। এই যখন অবস্থা, তখন গুঞ্জন উঠেছে নেইমার ফিরছেন তার নিজ দেশ ব্রাজিলের ক্লাবে।

বলা হচ্ছে নেইমার ফিরবেন তার শৈশবের ক্লাব সান্তোসে। তবে  বিষয়টি নিশ্চিত না হওয়ায় সান্তোস ছাড়াও নেইমারকে কিনতে পারে দেশটির অন্য ক্লাবগুলোও। 

সান্তোসের নগর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের নেইমারকে নিয়ে ভাবনা কি? এমন প্রশ্নে দলটির সভাপতি লেইলা পেরেইরা তাচ্ছিল্য করেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে। সাফ জানিয়ে দিয়েছেন, তার দল কোনো মেডিকেল ক্যাম্প নয়।

চোট প্রবণ নেইমারকে নিয়ে তাচ্ছিল্য করলেও নেইমারের খেলার গুণগানও করেছেন তিনি। ৬০ বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেইমারকে কেনার ব্যাপারে বলেন, ‘নেইমারকে পালমেইরাসে চাই না। কারণ, এই ক্লাব কোনো চিকিৎসা বিভাগ (মেডিকেল) নয়। আমি এমন একজনকে চাই, যে অচিরেই দলে আসতে পারে, কোচের চাওয়া অনুযায়ী আগামীকালই খেলতে নেমে যেতে পারে। আনফিট কারও ক্লাবে সই করা আমি মেনে নেব না।’

এরপর নেইমারের প্রশংসা করে লেইলা পেরেইরা বলেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি