ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেইমারকে নিয়েই মাঠে ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১১, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

 

শেষ পর্যন্ত নেইমারকে নিয়েই মাঠে নেমেছে ব্রাজিল। গ্রুপ-ই এর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরা তারকা খেলোয়াড়কে মূল একাদশে রেখেছে ব্রাজিল।

ইনজুরির কারণে পুরোপুরি ফিট না থাকলেও নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ শক্তির দল গড়তেই হয়তো নেইমারকে রেখেছেন ব্রাজিলের কোচ তিতে। এখন দেখার বিষয় ‘আহত’ নেইমার কী অবদান রাখবেন দলের জন্য। তবে নেইমারের পরিবর্তে এই ম্যাচে মার্সেলোকে দেয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব।  

 

মূল লাইন আপ

ব্রাজিল

বেকার (গোলরক্ষক), সিলভা, মিরান্ডা, ক্যাসেমিরো, জিসাস, নেইমার, কুটিনহো, মার্সেলো (অধিনায়ক), ডানিলো, পলিনহো, উইলিয়ান।

সুইজারল্যান্ড

সমার (গোলরক্ষক), লিচস্টেইনার (অধিনায়ক), আকানজি, সেফেরভিক, জাকা, বেহরামি, রদ্রিগেজ, জুবার, জেলামি, সাচার, শাকিরি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি