ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

নেইমারের অনুপস্থিতি টের পাবে ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ২১ মার্চ ২০১৮

বিশ্বকাপের প্রস্ততি ম্যাচে শুক্রবার স্বাগতিক রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

ইনজুরির কারণে ম্যাচটিতে খেলতে পারবেন না দলের প্রধান তারকা নেইমার। তার অনুপস্থিতি প্রভাব দলে পড়বে বলে মনে করছেন সতীর্থরা।

মস্কোতে দলের অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রাজিল দলের দুই সদস্য ডগলাস কস্তা ও কাসেমিরো। তারা নেইমারের অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন।

ব্রাজিলে অপরারেশন শেষে বর্তমানে ফেরার অপেক্ষায় আছেন এ বিশ্বসেরা ফরোয়ার্ড।

এদিকে রাশিয়ার বিপক্ষে প্রস্ততি ম্যাচ ছাড়াও ২৭ মার্চ জার্মানির বিপক্ষে এবং বিশ্বকাপ শুরুর আগে অন্তত আরো দুইটি প্রস্ততি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।

বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে ১৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।  

ভিডিও:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি