ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নেইমারের রিয়ালে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ২৩ মে ২০১৮

রিয়াল মাদ্রিদে যুক্ত হতে যাচ্ছেন নেইমার-এমন গুঞ্জন শুনা যাচ্ছিলো কয়েক দিন ধরে। তবে এমন সম্ভাবনার গুঞ্জন উড়িয়ে দিলেন দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। তিনি বলেন, “মাদ্রিদে খেলোয়াড়দের নেওয়ার কথা চলতেই থাকে। আমি এখানে আট বছর ধরে আছি। তারা সবসময়ই বলাবলি করে, প্রায় ৫০ জনের মতো খেলোয়াড় এখানে আসতে পারে। শেষ পর্যন্ত কাউকেই আসতে দেখা যায় না।”

গত অগাস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। কিন্তু বছর না ঘুরতেই ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড প্যারিসের ক্লাবটি ছেড়ে দিতে পারেন বলে খবর আসতে থাকে। রিয়ালের সঙ্গে রোনালদোর যোগাযোগ আছে বলেও অনেকে দাবি করেন।

শুধু নেইমার নয় আরও অনেক খেলোয়াড়কেই রিয়াল দলে টানতে চায় বলে খবর বেশ কিছু সংবাদ মাধ্যমের। এর মধ্যে কম সংখ্যক খেলোয়াড়কেই শেষ পর্যন্ত দলটিতে দেখা যেতে পারে বলে মনে করেন রোনালদো।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি