ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নেইমারের রেকর্ডের রাতে পিএসজির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ২৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:০৪, ২৯ নভেম্বর ২০১৮

ঘরের মাঠে নেইমারের রেকর্ড করা গোলে জয় পেয়েছে পিএসজি। এদিন জালের দেখা পেয়েছেন হুয়ান বার্নাটও। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেছেন জেমস মিলনার। ফলে লিভারপুলকে হারিয়ে নকআউট পর্বের আশা জাগিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে প্যারিসে ‘সি’ গ্রুপে ২-১ গোলে জিতেছে টমাস টুখেলের দল। আর তাদের জয়ের ফলে জমে উঠেছে ‘সি’ গ্রুপের লড়াই।

ঘরের মাঠে খেলতে নেমে হুয়ান বার্নাটের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বিরতির ঠিক আগে ব্যবধান কমান জেমস মিলনার। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে কোনও ব্রাজিলিয়ান হিসেবে সর্বোচ্চ ৩১ গোলের রেকর্ড গড়লেন নেইমার। ৩০ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কাকা, আর তৃতীয় অবস্থানে থাকা রিভালদোর গোল ২৭টি।

পার্ক দে প্রিন্সেসে ম্যাচের শুরু থেকে লিভারপুলের রক্ষণকে কাঁপিয়ে দেওয়া পিএসজি সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে প্রায় ২৫ গজ দূর থেকে আনহেল দি মারিয়ার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক আলিসন। এর ৬ মিনিট পরেই এগিয়ে যায় স্বাগতিকরা। হুয়ান বার্নাটের গোলে এগিয়ে যাওয়ার পর ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান এমবাপে। ওখানে এদিনসন কাভানির টোকা কোনোমতে পা দিয়ে ঠেকান আলিসন; কিন্তু বল চলে যায় নেইমারের পায়ে। অনায়াসে আসরে নিচের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রধমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে জেমস মিলনারের পেনাল্টিতে ম্যাচে ফেরে লিভারপুল।

বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণ হলেও আর কোনও দল গোলের দেখা পায়নি। ফলে ২-১ গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি