ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

নেতানিয়াহুকে হুমকি দিলেন নবনিযুক্ত হিজবুল্লাহ প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ৩১ অক্টোবর ২০২৪

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নবনিযুক্ত প্রধান নাঈম কাসেম।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সোমবার (২৮ হিজবুল্লাহপ্রধান হিসেবে নাঈম কাসেমের নাম ঘোষণা করা হয়। এরপরেই প্রথমবারের মতো গতকাল বুধবার ভাষণ দেন কাসেম।

সাক্ষাতকারে কাসেম দাবি করেছেন, আমারা নিশ্চিত হয়েছি নেতানিয়াহু খুব ভীত, কারণ আমরা তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছি।

সেই হামলার কথা উল্লেখ করে হিজবুল্লাহ প্রধান আরও বলেন, এইবার নেতানিয়াহু বেঁচে গেছেন কিন্তু সম্ভবত তার সময় এখনও আসেনি। বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহুকে একজন ইসরায়েলি হত্যা করবে বলে দাবি করেন কাসেম।

লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহ সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের জন্য তারা পুরস্কৃত হবেন। এ জন্য তাদের ‘একটু ধৈর্য্য’ ধরতে হবে। 

তার ভাষ্যমতে, যারা নাসরুল্লাহ কে হত্যা করেছে তারা আমাদের মধ্যে প্রতিরোধের চেতনাকে পরাজিত করতে এবং জিহাদের ইচ্ছাকে ছিন্নভিন্ন করতে চেয়েছিল। কিন্তু নাসরুল্লার রক্ত ​​আমাদের শিরায় টগবগ করে ফুটতে থাকবে এবং জিহাদের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সংকল্প আরও বহুগুণে বাড়িয়ে দেবে।

পূর্বে রেকর্ডকৃত ভাষণে কাসেম উল্লেখ করেছেন যে গ্রহণযোগ্য শর্তের মাধ্যমে হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি আছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।

এই যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বর থেকে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষিপ্ত হামলা শুরু করে হিজবুল্লাহ। তবে এর জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের অতর্কিত হামলায় সম্প্রতি নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। এছাড়া হিজবুল্লাহর অনেক সিনিয়র নেতা নিহত হয়েছেন।

কেএফ/এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি