ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১৯ অক্টোবর ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তবে হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ অক্টোবর) এ হামলা চালানো হয়। প্রধানমন্ত্রীর অফিস থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

নেতানিয়াহুর অফিস থেকে বিবৃতিতে জানানো হয়েছে, হামলার সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা বাসভবনে ছিলেন না। এছাড়া এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এই ড্রোন হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ে।

আজ সকালে লেবানন থেকে আরও দুটি ড্রোন হামলা চালানো হয়। যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে। ওই সময়ে তেল আবিবে হামলার সতর্ক সংকেত বেজে ওটে। 

এদিকে, ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন দায়িত্বের জন্য উঠে এসেছে খালেদ মাশাল, মোহাম্মাদ সিনওয়ার ও খলিল আল হাইয়ার নাম। তবে, এখন পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ মাশাল। 

সিনওয়ারের মৃত্যু প্রকাশ্যে স্বীকার করেছে হামাস। ইসরায়েল ধারণা করছে, হামাসের পরবর্তী সিনওয়ারের মৃত্যুর পর বন্দি বিনিময় এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা ক্রমশ কঠিন হয়ে উঠবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি